ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম ইসলামপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ মেলান্দহে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির মিছিল, পথসভা অনুষ্ঠিত চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক এম সুলতান আলম মৃত্যুপথযাত্রী বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

ডি কক দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০২০-২১ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব আগে থেকেই সামলাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

১১ ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গত ফেব্রুয়ারিতে ফাফ ডু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন নতুন কাউকে দায়িত্বে আনা হয়নি।

এর আগে গত এপ্রিলে সিএসএ-এর পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, সাদা বলের অধিনায়ক হিসেবে যথেষ্ট চাপ সামলাতে হয় ডি কককে। ফলে লাল বলের নেতৃত্ব অন্য কাউকে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। আসন্ন এই সিরিজ থেকেই প্রোটিয়া টেস্ট দলের নেতৃত্ব দেবেন ডি কক। তবে তাকে স্থায়ীভাবে নয়, শুধু এক মৌসুমের জন্যই দায়িত্ব দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে সিএসএ। এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা সেরেল এরউই, গ্লেন্টন স্টুয়ারম্যান এবং কাইল ভেরেইন। ইনজুরি থেকে ফিরে দলে ডাক পেয়েছেন উইয়ান মুলদার।

তবে প্রোটিয়া টেস্ট দলে জায়গা হয়নি কাগিসো রাবাদা ও ডোয়াইন প্রোটিয়াসের। দুজনেই এখনও ইনজুরির সঙ্গে লড়াই করছেন। তবে ইনজুরি থেকে সঠিক সময়ে ফিরতে পারলে তাদেরও সুযোগ থাকছে মাঠে নামার।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, আইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি, বেউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, সারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, কেগান পিটারসন, কাইল ভেরেইন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

ডি কক দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক

আপডেট সময় ০৬:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০২০-২১ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব আগে থেকেই সামলাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

১১ ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গত ফেব্রুয়ারিতে ফাফ ডু প্লেসি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন নতুন কাউকে দায়িত্বে আনা হয়নি।

এর আগে গত এপ্রিলে সিএসএ-এর পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়েছিলেন, সাদা বলের অধিনায়ক হিসেবে যথেষ্ট চাপ সামলাতে হয় ডি কককে। ফলে লাল বলের নেতৃত্ব অন্য কাউকে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। আসন্ন এই সিরিজ থেকেই প্রোটিয়া টেস্ট দলের নেতৃত্ব দেবেন ডি কক। তবে তাকে স্থায়ীভাবে নয়, শুধু এক মৌসুমের জন্যই দায়িত্ব দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে সিএসএ। এই দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা সেরেল এরউই, গ্লেন্টন স্টুয়ারম্যান এবং কাইল ভেরেইন। ইনজুরি থেকে ফিরে দলে ডাক পেয়েছেন উইয়ান মুলদার।

তবে প্রোটিয়া টেস্ট দলে জায়গা হয়নি কাগিসো রাবাদা ও ডোয়াইন প্রোটিয়াসের। দুজনেই এখনও ইনজুরির সঙ্গে লড়াই করছেন। তবে ইনজুরি থেকে সঠিক সময়ে ফিরতে পারলে তাদেরও সুযোগ থাকছে মাঠে নামার।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, আইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি, বেউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, সারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, কেগান পিটারসন, কাইল ভেরেইন।