মদন মহন ঘোষ, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করা, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে না উঠার জন্য বিভিন্ন রেলওয়ে স্টেশন এলাকা এবং আশপাশ এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ ও নেত্রকোণার বিভিন্ন রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ আরএনবি’র ইন্সপেক্টর মেহেদী হাসানের নেতৃত্বে প্রচারপত্র বিতরণ করা হয়। পূর্বধলা স্টেশন সংলগ্ন চত্বরে স্থানীয় লোকজনদের সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্বধলা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, স্টেশন মাস্টার আব্দুল মমিন, বানিয়া বাজার জামে মসজিদের ইমান আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ আরএনবি’র এএসআই ইসরাফিল।