জামালপুরে কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা

জামালপুরে কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ২২ নভেম্বর জামালপুরে কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতি রানী।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক উজ্জ্বল কুবি। স্বাগত বক্তব্য রাখেন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন চিকিৎসা সহকারী আক্রাম হোসেন, ব্যবসায়ী পরিতোষ মন্ডল, কারিগরি শিক্ষক মোস্তাফিজুর রহমান, পপুলার প্রেসের মালিক প্রদীপ দাস প্রমুখ।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের সহায়তায় দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা এই মতবিনিময় সভার আয়োজন করে।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে গণসচেতনতার লক্ষ্যে আগামী ১০ দিনব্যাপী মাইকে প্রচারের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।