বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২১ নভেম্বর সকালে জিলবাংলা সুগার মিলের নানাবিধ সমস্যা এবং মিল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মিলের প্রধান ফটকে এক প্রতিবাদ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সারাদেশের ১৫টি সুগার মিলে একযোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । জিল বাংলা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে আখচাষী কল্যাণ সমিতি এবং শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের এক যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দলিলুর রহমান ।
সভায় বক্তারা জিল বাংলা সুগার মিল রক্ষার জন্য কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মিলগুলো যেন কোনভাবেই বন্ধ না হয় তারজন্য সরকারের কাছে জোর দাবি জানান। তারা মিলের এই অব্যাবস্থাপনার জন্য মিলের কিছু কর্মকর্তাদের অবহেলাকেও দায়ী করেন। কর্মকর্তা-কর্মচারীদের বিগত ৫ মাসের বকেয়া পরিশোধ করা, মাড়াই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া এবং আগামী মৌসুমের জন্য রোপণ জোরদার করার জন্য সার, বিজ ও কীটনাশক সরবরাহের জোর দাবি জানানো হয় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, আখচাষী কল্যাণ সমিতির সেক্রেটারি আব্দুল মান্নান, সহসভাপতি আব্দুস সালাম, যুগ্মসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিবলী, প্রচার সম্পাদক এ কে আজাদ, কল্যাণ সমিতির সদস্য এবং সাংবাদিক তারেক মাহমুদ ও সাংবাদিক খাদেমুল ইসলাম, শ্রমিকনেতা বেলাল উদ্দীনসহ অন্যান্যরা।