সরিষাবাড়ীতে ট্রেনে কাটাপড়ে মা নিহত, দুই সন্তান আহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নয়নতারা (৩৫) নামে এক নারী মারা গেছেন। এ সময় আহত হয়েছে তার দুই শিশু সন্তান। ১৩ নভেম্বর সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে উপজেলার আওনা ইউনিয়নের এডভোকেট মতিউর রহমান রেল ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়নতারা আওনা ইউনিয়নের চানপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। আহত দুই শিশু ওই নারীর মেয়ে নিশা ও ছেলে ইয়াসিন।

স্থানীয় ও রেলস্টেশন সূত্র জানায়, উপজেলার আওনা ইউনিয়নের চানপুর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি জগন্নাথগঞ্জ ঘাটে রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাবার সময় বিপরীতদিক থেকে যমুনা সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী ধলেশ্বরী ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলেই নয়নতারা মারা যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত তার দুই শিশু সন্তানকে প্রথমে শরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।