নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জাতীয় পর্যায়ের সংগঠন বিডি ক্লিন জামালপুর জেলা কমিটির উদ্যোগে ৬ নভেম্বর শহরের কেন্দ্রিয় বাস টার্মিনালে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে সংক্ষিপ্ত জাগরণমূলক আলোচনা ও সদস্যদের শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিন জেলা শাখার উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। পরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জামালপুর বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি আলী আজাদ মোল্লা। পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন জেলা শাখার সমন্বয়কারী আরেফিন ইয়ালিদ।
দুই ঘন্টার অভিযানে ৫০ বস্তা ময়লা অপসারণ করা হয়।
এই অভিযান প্রতিকী হলেও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিডি ক্লিন সদস্যরা জানান।
এই কাজের ভূয়সি প্রশংসা জানান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।