সরিষাবাড়ীতে ৪০টি পূজামণ্ডপে তথ্য প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা

পূজামন্ডপে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৪০টি পূজামণ্ডপে নিজ তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি। ২৩ ও ২৪ অক্টোবর রাত পর্যন্ত পূজামণ্ডপগুলোতে ঘুরে প্রতিমন্ত্রীর পক্ষে এ আর্থিক সহায়তা প্রদান করেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল ও দলীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সনজিত প্রসাদ সাহা জগ, সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা, সহসভাপতি মন্টু লাল তেওয়ারি, দপ্তর সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, সরিষাবাড়ী কলেজের জি এস রাজন মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ।

পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র পাল ২৪ অক্টোবর রাতে জানান, ধর্ম যার যার, উৎসব সবার। তথ্য প্রতিমন্ত্রী উপজেলার ৪০টি মণ্ডপে আর্থিক সহায়তা দেন এবং তার দলীয় নেতৃবৃন্দ আমাদের খোঁজ খবর রাখছেন প্রতিনিয়ত। আমাদের এই উৎসবে তথ্য প্রতিমন্ত্রীর অবদান আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।