মুক্তিযোদ্ধা খায়রুল আলম আর নেই, মির্জা আজম এমপি’র শোক

মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলম
মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার সাবেক কমিশনার ও জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস করেন।

মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলম দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা এবং জেলা ন্যাপের সভাপতি মো. খায়রুল আলম ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা জামালপুরবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

জামালপুর পৌরসভার সাবেক কমিশনার ও জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

মির্জা আজম এমপি মরহুম মো. খায়রুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।