দেওয়ানগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ২১ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।

জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান তমালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ, উন্নয়ন সংঘের শরীফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহাম্মেদ ও ছামিউল হক।

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবতাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আওয়ামী লীগনেতা আলী হায়দার বাবুলসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।