স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধিত সকল স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরেও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ অক্টোবর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।

ওই শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ছোহরাব আলী, শিক্ষক মো. লিয়াকত আলী, মোতাসিম বিল্লাহ ফারুকী, আব্দুল মালেক ও শেখ ফরিদ প্রমুখ। বক্তারা সারাদেশের স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসাগুলোকে অবিলম্বে জাতীয়করণের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দিপু মনির বরাবর স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে জেলা এই সমিতির জেলা শাখা ছাড়াও জেলার সাত উপজেলা শাখার মাদরাসা শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।