জামালপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

জামালপুরে শেখ রাসেলের জন্মদিনে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জামালপুর শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ১৮ অক্টোবর আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র (বালক) প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর লিপি বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

আলোচনা সভা শেষে বিশাল আকৃতির কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এর আগে বিশেষ দোয়া করা হয়। শেষে কেন্দ্রের শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিন শিশু নিবাসীদের জন্য উন্নত খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী শিশুরা আনন্দ আয়োজন উপভোগ করে।