কম্পপুরে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

অতীতের অবদান, বর্তমান অবস্থান, সুন্দর ভবিষ্যত বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার অন্তর্গত কম্পপুর ১৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বিকেলে শহরের কম্পপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ।

১৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বাদশার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধান সমন্বয়ক অধ্যাপক জাকির হোসেন রুকু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য সারোয়ার হোসেন শান্ত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমন্বয়কারী হেলাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌর আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান রুনু, পৌর যুব মহিলা লীগের সভাপতি প্যানেল মেয়র সায়মা হামজা সিমি, পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দল্লাহ আল মামুন, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিছ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহাম্মেদ নিলয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিৎসক আলী ইব্রাহিম, খলিলুর রহমান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন তপন, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আমীর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে ১৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন পদপ্রার্থী তাদের প্রার্থীতা প্রকাশ করেন। পৌর আওয়ামী লীগের অন্তর্গত সকল ওয়ার্ডের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিটি কমিটির প্রকাশ করা হবে।

এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় প্রতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।