বকশীগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘নাগরিকের অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ অক্টোবর দুপুর ১২টায় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফা কামাল, ইউপি সচিব শরিয়তুজ্জামান, ইউপি সচিব এসএম আমিন প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক বিভিন্ন ইউনিয়নের সচিব ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।