দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ভিডিও কনফারেন্স আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম

‘তথ্য অধিকার সংকটের হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ সংযুক্ত হন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাফ উদ্দিন, স্থানীয় এমপির প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ সিপন, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, হাতীভাঙ্গা নূর সালাম, সাংবাদিক তারেক মাহমুদ ও বিল্লাল হোসেন মন্ডল।

এ সময় আলোচনা সভায় সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্র্তা জয়কৃষ্ণ গুপ্ত, সজল ভদ্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।