নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের প্রতিটিকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে নিহত ও আহত ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাতীয় সংবাদ সংস্থ্যা বাসসকে বলেন, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

sarkar furniture Ad
Green House Ad