বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫টি ইয়াবাসহ ২ কারবারি আটক

আটক দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকায় ৮ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ১৭৫টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

আটক মাদক কারবারি দুজন হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বালুঝুড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. মজনু মিয়া (৩২) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার নবীনপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. ওপাই মিয়া (২৭)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৮ সেপ্টেম্বর রাত পৌনে সাতটার দিকে বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মো. জাহাঙ্গীর আলম মাষ্টারের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তা থেকে মাদক কারবারি মো. মজনু মিয়া ও মো. ওপাই মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭৫টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা মাত্র।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।