দেওয়ানগঞ্জে গ্রামীণ মহিলাদের নিয়ে করোনা সচেতনতামূলক আলোচনা

করোনা সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে কান্দির গ্রামে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচারের অংশ হিসেবে এক উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কান্দিরগ্রামে কালের কন্ঠের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয় ।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সরকারি তথ্য কর্মকর্তা রাসেদুল হাসান পলাশ। জামালপুর জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকারের সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনা মহামারীতে জনসচেতনতা বৃদ্ধি এবং করণীয় নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদসহ অন্যরা। এ সময় উপস্থিত গ্রামীণ মহিলাদের করোনা সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ সমাজসেবক এনায়েত হোসেন বিদ্যুৎ, মানবাধিকার কমিশনের কর্মী কামরুজ্জামান দৌলাসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।