বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠির নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠির নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উদ্যোগে ধানুয়া কামালপুর ইউনিয়নে ১৯ আগস্ট দিনব্যাপী আয়বর্ধকমূলক (শুকর পালন) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি সেতু স্কুলে স্থানীয় গারামারা ও রাম খঞ্জরা গ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠি সম্প্রদায়ের ২১ জন নারী ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে রিসোর্চ পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন চিকিৎসক মোহাম্মদ শিহাব উদ্দিন।

প্রশিক্ষণে সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম।

sarkar furniture Ad
Green House Ad