জামালপুরে কবিতা আবৃত্তিতে প্রথমস্থানে তামান্না

সুমাইয়া খন্দকার তামান্না

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ( দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোকদিবস উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুমাইয়া খন্দকার তামান্না। সে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

জামালপুর জেলায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৮ আগস্ট। জামালপুর জেলা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মাহবুবুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজ্জাদ আনসারী কবিতা আবৃত্তির বিচারকের দায়িত্ব পালন করেন।

কবিতা আবৃত্তিতে সুমাইয়া খন্দকার তামান্না জামালপুর জেলার মধ্যে প্রথম হয়।

ইতিপূর্বে কবিতা আবৃত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে প্রথম হয়েছিল সুমাইয়া খন্দকার তামান্না। ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের জনগণের সেবা করবে বলে সুমাইয়া খন্দকার তামান্না সাংবাদিকদের জানায় । তার বাবা মৃত ওবায়দুল খন্দকার ও মা উম্মে সালমা। তাদের দুসন্তানের মধ্যে তামান্না ছোট।

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন ভারচুয়াল মাধ্যমে প্রতিযোগিতাদের সহযোগিতা করেন।

sarkar furniture Ad
Green House Ad