পাথর্শী ইউনিয়নে ৩০০ পরিবার পেল শুকনো খাবার

খাবার বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৫ আগস্ট বিকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, আইনজীবী জাহিদুল ইসলাম স্বপনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুল নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, বেলগাছা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক মন্ডল, যুবলীগের সভাপতি মো. সোহেল খান, প্রবাসী সবুজ ও রুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।