দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

আটক তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫০টি টাপেন্টা বড়িসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার বাজারী পাড়ায় ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাজারী পাড়ার আব্দুল লতিফের ছেলে মো. রাজু (১৮), মো. হাসমত আলীর ছেলে মো. মাহি হাসান লিপন (২৭) ও ধলা মিয়ার ছেলে মো. আতিকুর রহমান (২৩)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ৪ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাজারী পাড়ায় অভিযান চালায়। এসময় ওই এলাকার মাদরাসা সড়কে সুরভী প্যাথলোজি সেন্টার এন্ড ডিজিটাল হাসপাতালের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. রাজু, মো. মাহি হাসান লিপন ও মো. আতিকুর রহমানকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৫০টি উৎপাদন ও বিপণন নিষিদ্ধ কথিত মাদক জাতীয় সেন্ট্রাডল টাপেন্টা বড়ি, তিনটি ছুরি, একটি চাপাতি, দু’টি হকিস্ট্রিক, দু’টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৪৩৭ টাকা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।