শেরপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর বন্যার পানিতে ডুবে শাওন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৪ জুলাই সকালে সদর উপজেলার কৃষ্ণপুর দরিপাড়া গ্রামের মৃগী নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই গ্রামের আফিল মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি তদন্ত মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হলো।

ওসি আরও জানান, সকালে শাওন ও তার বন্ধুরা বাড়ির পাশের মৃগী নদীতে খৈয়া জাল দিয়ে মারতে ধরতে যায়। এ সময় পানির প্রবল স্রোতে তলিয়ে যায় সে। বাকিরা সাঁতরে পাড়ে উঠেতে পারলেও নিখোঁজ হয় শাওন। পরে পানির গতি কিছুটা কমে এলে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও বিফল হয়। এ অবস্থায় ঘন্টা খানেক পর নদীর কিছু দূরে ভেসে উঠে শাওনের মৃতদেহ।

sarkar furniture Ad
Green House Ad