বকশীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে মাহিন মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাহিন মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর গ্রামের আকতার হোসেনের ছেলে।

জানা গেছে, ২৩ জুলাই সকাল ১০টায় মাহিন মিয়া বাড়ির পাশে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া না গেলে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মাহিনের মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে একই দিন দুপুর ১২টায় পৌর এলাকার সীমার পাড় এলাকায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সোহান (৬) নামে আরো শিশুর মৃত্যু হয়। সে সীমারপাড় গ্রামের তুফানো মিয়ার ছেলে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে সোহানের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

sarkar furniture Ad
Green House Ad