ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ দানবীয় হয়েছিল বলেই পলায়ন করতে হয়েছে : শামীম তালুকদার লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়তে বাধ্য হাজারো মানুষ এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের ট্রাম্প চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন দুরমুটে সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণ ও হত্যা : র‌্যাবের অভিযানে সন্দেহভাজন আসামি রাসেল গ্রেপ্তার তারেক রহমানের ভিডিও বার্তা একেকটি কবিতার মতো : ব্যারিস্টার মওদুদ আহমেদ খান মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মৃধাপাড়ায় নানী-নাতনিসহ জামালপুর জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে এবার করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা এক গৃহিনীর মেয়ে ও বৃদ্ধা মায়ের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২ জুলাই জেলায় ওই নানী-নাতনিসহ নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রথম রাউন্ডে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদরে ছয়জন, ইসলামপুরে চারজন, মাদারগঞ্জে দু’জন ও বকশীগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

জামালপুর সদরে নতুন করে আক্রান্তদের মধ্যে আগে আক্রান্ত একটি বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থার নারী কর্মকর্তার এইচএসসি পরীক্ষার্থী মেয়ে (১৮) ও বৃদ্ধ মা (৫৫) রয়েছেন। ২৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ওই নারী কর্মকর্তা শহরের মৃধাপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসায় তার মা ও মেয়ের নমুনাও ল্যাবে পাঠালে করোনা পজিটিভ আসে। এবার নানী-নাতনিও একই বাসায় আলাদা কক্ষে আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন বলে জানিয়েছেন সদরের ইউএইচএফপিও চিকিৎসক মো. লুৎফর রহমান।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় কন্ট্যাক্ট ট্রেসিং করে বকশীগঞ্জ পৌরসভার ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষায় একজন পুরুষ কর্মচারীর করোনা পজিটিভ আসে। বকশীগঞ্জের ইউএইচএফপিও চিকিৎসক প্রতাপ কুমার নন্দী এ প্রতিবেদককে জানান, বকশীগঞ্জ পৌরসভার একজন নারী কর্মচারীর স্বামী দেওয়ানগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হলে সেই সন্দেহ থেকে ওই নারী কর্মচারীসহ ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১২ জনের নমুনা পরীক্ষায় ওই একজন পুরুষ কর্মচারীর করোনা পজিটিভ আসে। তবে ওই নারীসহ আরও দু’জনের নমুনা ল্যাবে পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া জেলায় নতুন করে আক্রান্ত অন্যান্যদের মধ্যে ইসলামপুরে বয়স্ক এক দম্পতি, ইসলামী ব্যাংকের তিনজন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পরিবারের সদস্য রয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন শনাক্ত ১৩ জনসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৫৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২৩৮ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ৩৫২ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দানবীয় হয়েছিল বলেই পলায়ন করতে হয়েছে : শামীম তালুকদার

মৃধাপাড়ায় নানী-নাতনিসহ জামালপুর জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে এবার করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা এক গৃহিনীর মেয়ে ও বৃদ্ধা মায়ের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২ জুলাই জেলায় ওই নানী-নাতনিসহ নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রথম রাউন্ডে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদরে ছয়জন, ইসলামপুরে চারজন, মাদারগঞ্জে দু’জন ও বকশীগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

জামালপুর সদরে নতুন করে আক্রান্তদের মধ্যে আগে আক্রান্ত একটি বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থার নারী কর্মকর্তার এইচএসসি পরীক্ষার্থী মেয়ে (১৮) ও বৃদ্ধ মা (৫৫) রয়েছেন। ২৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ওই নারী কর্মকর্তা শহরের মৃধাপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসায় তার মা ও মেয়ের নমুনাও ল্যাবে পাঠালে করোনা পজিটিভ আসে। এবার নানী-নাতনিও একই বাসায় আলাদা কক্ষে আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন বলে জানিয়েছেন সদরের ইউএইচএফপিও চিকিৎসক মো. লুৎফর রহমান।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় কন্ট্যাক্ট ট্রেসিং করে বকশীগঞ্জ পৌরসভার ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষায় একজন পুরুষ কর্মচারীর করোনা পজিটিভ আসে। বকশীগঞ্জের ইউএইচএফপিও চিকিৎসক প্রতাপ কুমার নন্দী এ প্রতিবেদককে জানান, বকশীগঞ্জ পৌরসভার একজন নারী কর্মচারীর স্বামী দেওয়ানগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হলে সেই সন্দেহ থেকে ওই নারী কর্মচারীসহ ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১২ জনের নমুনা পরীক্ষায় ওই একজন পুরুষ কর্মচারীর করোনা পজিটিভ আসে। তবে ওই নারীসহ আরও দু’জনের নমুনা ল্যাবে পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া জেলায় নতুন করে আক্রান্ত অন্যান্যদের মধ্যে ইসলামপুরে বয়স্ক এক দম্পতি, ইসলামী ব্যাংকের তিনজন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পরিবারের সদস্য রয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন শনাক্ত ১৩ জনসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৫৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২৩৮ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ৩৫২ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।