নদী ভাঙ্গনের হুমকিতে দেওয়ানগঞ্জের বসতবাড়ি

দক্ষিণ কাঠার বিল এলাকায় নদী ভাঙ্গনের হুমকিতে মানুষের বসতবাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়বাহ ভাঙ্গন দেখা দিয়েছে। বিলিন হয়েছে ফসলি জমি ও হুমকীর মুখে রয়েছে নদী তীরবর্তী মানুষেরা। ২৪ জুন দুপুরে এমন দৃশ্য দেখা গেছে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঠার বিল এলাকায়।

ইউপি সদস্য আব্দুল কদ্দুছ জানান, বর্ষা মৌসুম শুরু হতে না হতেই জিঞ্জিরাম নদী ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গন অব্যাহত থাকায় কৃষক খাজা মিয়া ও মক্কার আলীর পাটক্ষেত নদী গর্ভে বিলিন হয়েছে। নদী ভাঙ্গন হুমকীতে রয়েছে আব্দুস ছালাম, সামাদমিয়া, জাম্বলি বেগম, আবু তাহের শাহজাহান, আজিমদ্দিন, আমসদাসহ কয়েক জনের বসতবাড়ি নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে। নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে দাবি জানান নদী তীরবর্তী পরিবারগুলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, নদী ভাঙ্ন বিষয়ে আমি শুনেছি, ভাঙ্গন রোধের ব্যবস্থা নেওয়া হবে।