সরিষাবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকমক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খালের পানিতে ডুবে প্রতিবন্ধী ইয়াসিন মিয়া নামে (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫ জুন দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মানসিক প্রতিবন্ধী রফিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ইয়াসিন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী রফিক মিয়ার ছেলে ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ১৫ জুন দুপুরে ইয়াসিন ও মমিন দুই বন্ধু বাড়ির পাশে খালের উপর নির্মিত সেতুতে খেলতে যায়। এ সময় খেলতে খেলতে ইয়াসিন পানিতে পড়ে ডুবে যায়। সাথে থাকা খেলার সাথী মমিন দৌঁড়ে গিয়ে পরিবারের লোকজনকে খবর দিলে তারা খালের পানিতে খোঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে শিশুটির লাশ সুরতহাল করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ সুরতহাল করা হয়। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।