সাহাপুরে ২১২ অসহায় পরিবারে জামালপুর পৌরসভার চাল, আলু

জামালপুর পৌরসভার সাহাপুর এলাকায় অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল ও আলু। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২০১২টি অসহায় দরিদ্র পরিবার পেল জামালপুর পৌরসভার খাদ্য সহায়তা। ২ জুন সকালে পৌরসভার সাহাপুর এলাকায় সামাজিক দূরত্ব মেনে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রভাবে জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করে আসছে। এরই অংশ হিসেবে ২ জুন সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি ট্রাকে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসে। পরে তা অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। জনপ্রতি দশ কেজি করে চাল ও সোয়া কেজি করে আলু বিতরণ করা হয়।

এ সময় আনুষ্ঠানিকভাবে অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর দিবা ফারহানা রাণী, ওয়ার্ডের ত্রাণ কমিটির সভাপতি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সদস্য নূরনবী অন্তর।