মানবিক উদ্যোগে বিপন্ন মানুষের পাশে বিদ্যানদী পরিবার

বিদ্যানদী পরিবার আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জনকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানদী পরিবার জামালপুর। ২০ মে দুপুরে শহরের দেওয়ানপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল সামাজিক সম্মিলন কেন্দ্রে কর্মহীন দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিদ্যানদী পরিবার।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, সেমাই, তেল, চিনি, গুঁড়োদুধ, আলু ও পেঁয়াজ দেওয়া হয়।

বিদ্যানদী পরিবারের সভাপতি শিহাবুর রহমান সাদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, জামালপুর চেনামুখ সংস্থার আহ্বায়ক চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক মাহমুদুল হক লাভলু ও সদস্য প্রভাষক মো. মাজিজুল ইসলাম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যানদী পরিবারের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ চৌধুরী হিমেল।