ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

করোনা পজেটিভ হয়ে যা বললেন এই পুলিশ সুপার

রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মেহেদুল করিম

রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মেহেদুল করিম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

আমি আনসেভ থেকেছি বা আমাকে আনসেভ থাকতে হয়েছে, দেশের মানুষের জন্য, ফোর্সের জন্য। আজ আমি করোনা পজেটিভ হওয়ায় মোটেও আশ্চর্য হইনি। কথাগুলো বলছিলেন, শেরপুরের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মেহেদুল করিম। তিনি ৬ মে করোনা শনাক্ত হন।

৭ মে বিকালে মেহেদুল করিমের ব্যবহৃত ফেসবুক চার চ্যারিটি ফর চাঞ্জ পেজটি ভিসিট করার সময় সেখানে ১৭ ঘন্টা আগে তার আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। সেখানে তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের মানসিক দৃঢ়তা প্রকাশ করে কিছু বক্তব্য তুলে ধরেন। ভিডিও বার্তায় তিনি জানান, প্রাথমিক অবস্থায় করোনা পজেটিভ হওয়া সম্পর্কে নিজের সন্দেহ থেকে আগাম কি ব্যবস্থা গ্রহণ করেছেন। নিজের মনোবল কিভাবে ধরে রাখতে হবে। আর কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার।

ভিডিও’র বক্তব্যের শুরুতেই তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবরে দেশে ও বিদেশের শুভাকাঙ্খিরা যারা তার সুস্থতা কামনা করে দোয়া কামনা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেহেদুল করিম বলেন, পুলিশ ক্যান ডু এ্যাভরিথিং। চাকরিতে ঢুকেছি এই বিশ্বাস করে যে পুলিশ অনেক কিছু করতে পারে। এই ক্রান্তি লগ্নে এসে বিষয়টি আরও ভালভাবে বিশ্বাস হলো। আমরা এ সাহস কোথা থেকে পেয়েছি তা নিজেরাই জানিনা।

প্রথম অবস্থায় করোনায় আক্রান্তের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, শরীরে প্রথমে প্রচন্ড ব্যথা নিয়ে জ¦র আসলো। তারপরই বুঝে গেলাম সামথিং ইজ হ্যাপেনিং মাই বডি। সাথে সাথে আইসোলেটেড হয়ে গেলাম। এছাড়া পরিবারের সবাইকে আইসোলেটেড করেছি। এছাড়া আমার স্ত্রীকে বলেছি আমার খাবার দূর থেকে দিতে। পরে এ বিষয়টি রংপুর মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত আমার ভাইকে জানাই। তারপরই রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করে।

ভিডিও’র বক্তব্যের এক পর্যায়ে করোনা পজেটিভ হবেন এমন ধারণার কথা উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ৬ মে বিকালে নিশ্চিত হলাম আমি করোনা পজেটিভ। এরপর বাসার সবাইকে আলাদা করে দিয়েছি। এ বিষয়ে ইমোশনাল হওয়ার কিছু নেই। এসময় তিনি অন্যদের কেউ একই পথ অবলম্বন করার ইঙ্গিত করেন। এছাড়া প্রতিরোধ ব্যবস্থা হিসাবে লেবু পানি ও আদা পানির গারগল করার কথা বলেন।

সুস্থ হওয়ার বিষয়ে তার বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষকরা এবং তার ফার্মাসিস্ট বন্ধুরাও তাকে সাজেশন দিচ্ছেন বলে জানান।

সকলের ভালবাসা ও দোয়ায় তিনি সুস্থ হয়ে ওঠবেন আশা প্রকাশ করে করোনায় আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্য ও দেশে আক্রান্তদের উদ্দেশে মেহেদুল করিম বলেন, আপনারা মানসিকভাবে শক্ত হন। এটা কিছু না। করোনাকে কেয়ার করা যাবেনা। করোনাকে আমরা কেয়ার করবো না। আমরা কেয়ার করবো নিজের সেফটি। পরিবারের সদস্যদের সেফটি। করোনা প্রতিরোধে আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানতে হবে। মানতে হবে আমাদেরকে কি কি করতে হবে।

এক পর্যায়ে তিনি বলেন, জানি না করোনা আমাকে কোথায় নিয়ে যাবে। তবে জ¦র সারাতে প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধপত্র খাচ্ছি। ডায়াবেটিস আছে তাই একটু ভয় হচ্ছে উল্লেখ করে বলেন, তারপরও আমি ভয় পাচ্ছিনা। সকলের কাছে দোয়া প্রার্থনা করে শুভাকাঙ্খিদের তাকে নিয়ে দুঃশ্চিন্তা করতে নিষেধ করেন।

সূত্র জানায়, মেহেদুল করিম ২০১৬ সালে শেরপুর থেকে কুড়িগ্রাম জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি একই পদে শেরপুরে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা ও সদালাপনের জন্য তিনি এখনও শেরপুরে প্রশংসিত। তার সময়ে শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি নামক একটি স্কুল প্রতিষ্টিত হয়। এর মাধ্যমে শিশুরা যেমন আধুনিক শিক্ষায় গড়ে ওঠছে। তেমনি বেকারত্ব ঘুচেছে অনেকের। এছাড়া তিনি জেলা পুলিশ বিভাগের বিভিন্ন স্থাপনার আধুনিকায়তন করেন এবং পুলিশ বাহিনীর কাজ গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করেন।

চাকরি করতে গিয়ে তিনি কুড়িগ্রামেও সুনাম কুড়িয়েছেন। কুড়িগ্রাম থেকে তার বদলী ঠেকাতে ২০১৯ সালের ১৭ জুন খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় সহস্রাধিক ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক ও শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।

তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবরে শেরপুরের অনেকেই আবেগ আর উৎকন্ঠা প্রকাশ করেছেন।

আপলোড হওয়া ওই ভিডিও পেইজ-এ অনেকেই উৎকন্ঠা প্রকাশ করেছেন।

এমডি জাকারিয়া ইসলাম নামে একজন কমেন্ট বক্স-এ লেখেন- করণা পজিটিভ আপনি? খবরটা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমার খুব পছন্দের মানুষ আপনি একজন ভাইয়া। আল্লাহর কাছে দোয়া করি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ইনশাল্লাহ, ভাইয়া এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবেন আপনি। আমাদের সকলের দোয়া আছে আপনার সাথে। ইনশাল্লাহ। (বক্তব্য হুবহু তুলে ধরা হলো)।

এমডি হাসান নামে একজন লেখেন, স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি শেরপুর জেলার এসপি ছিলেন। আপনার সময়ে শেরপুর পুলিশ লাইন স্কুল গড়ে উঠে। আল্লাহর কাছে দোয়া করি আপনি ও আপনার মতো যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

তথ্য মতে, মেহেদুল করিমের জন্ম ১৯৭৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম (ফার্ম) কোর্স সম্পন্ন করেন। বিসিএস-এর ২০ তম ব্যাচের এই মেধাবী ২০০১ সালে পুলিশ বিভাগে যোগদান করেন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

করোনা পজেটিভ হয়ে যা বললেন এই পুলিশ সুপার

আপডেট সময় ১০:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মেহেদুল করিম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

আমি আনসেভ থেকেছি বা আমাকে আনসেভ থাকতে হয়েছে, দেশের মানুষের জন্য, ফোর্সের জন্য। আজ আমি করোনা পজেটিভ হওয়ায় মোটেও আশ্চর্য হইনি। কথাগুলো বলছিলেন, শেরপুরের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে রংপুর রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মেহেদুল করিম। তিনি ৬ মে করোনা শনাক্ত হন।

৭ মে বিকালে মেহেদুল করিমের ব্যবহৃত ফেসবুক চার চ্যারিটি ফর চাঞ্জ পেজটি ভিসিট করার সময় সেখানে ১৭ ঘন্টা আগে তার আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। সেখানে তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের মানসিক দৃঢ়তা প্রকাশ করে কিছু বক্তব্য তুলে ধরেন। ভিডিও বার্তায় তিনি জানান, প্রাথমিক অবস্থায় করোনা পজেটিভ হওয়া সম্পর্কে নিজের সন্দেহ থেকে আগাম কি ব্যবস্থা গ্রহণ করেছেন। নিজের মনোবল কিভাবে ধরে রাখতে হবে। আর কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার।

ভিডিও’র বক্তব্যের শুরুতেই তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবরে দেশে ও বিদেশের শুভাকাঙ্খিরা যারা তার সুস্থতা কামনা করে দোয়া কামনা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেহেদুল করিম বলেন, পুলিশ ক্যান ডু এ্যাভরিথিং। চাকরিতে ঢুকেছি এই বিশ্বাস করে যে পুলিশ অনেক কিছু করতে পারে। এই ক্রান্তি লগ্নে এসে বিষয়টি আরও ভালভাবে বিশ্বাস হলো। আমরা এ সাহস কোথা থেকে পেয়েছি তা নিজেরাই জানিনা।

প্রথম অবস্থায় করোনায় আক্রান্তের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, শরীরে প্রথমে প্রচন্ড ব্যথা নিয়ে জ¦র আসলো। তারপরই বুঝে গেলাম সামথিং ইজ হ্যাপেনিং মাই বডি। সাথে সাথে আইসোলেটেড হয়ে গেলাম। এছাড়া পরিবারের সবাইকে আইসোলেটেড করেছি। এছাড়া আমার স্ত্রীকে বলেছি আমার খাবার দূর থেকে দিতে। পরে এ বিষয়টি রংপুর মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত আমার ভাইকে জানাই। তারপরই রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করে।

ভিডিও’র বক্তব্যের এক পর্যায়ে করোনা পজেটিভ হবেন এমন ধারণার কথা উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ৬ মে বিকালে নিশ্চিত হলাম আমি করোনা পজেটিভ। এরপর বাসার সবাইকে আলাদা করে দিয়েছি। এ বিষয়ে ইমোশনাল হওয়ার কিছু নেই। এসময় তিনি অন্যদের কেউ একই পথ অবলম্বন করার ইঙ্গিত করেন। এছাড়া প্রতিরোধ ব্যবস্থা হিসাবে লেবু পানি ও আদা পানির গারগল করার কথা বলেন।

সুস্থ হওয়ার বিষয়ে তার বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষকরা এবং তার ফার্মাসিস্ট বন্ধুরাও তাকে সাজেশন দিচ্ছেন বলে জানান।

সকলের ভালবাসা ও দোয়ায় তিনি সুস্থ হয়ে ওঠবেন আশা প্রকাশ করে করোনায় আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্য ও দেশে আক্রান্তদের উদ্দেশে মেহেদুল করিম বলেন, আপনারা মানসিকভাবে শক্ত হন। এটা কিছু না। করোনাকে কেয়ার করা যাবেনা। করোনাকে আমরা কেয়ার করবো না। আমরা কেয়ার করবো নিজের সেফটি। পরিবারের সদস্যদের সেফটি। করোনা প্রতিরোধে আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানতে হবে। মানতে হবে আমাদেরকে কি কি করতে হবে।

এক পর্যায়ে তিনি বলেন, জানি না করোনা আমাকে কোথায় নিয়ে যাবে। তবে জ¦র সারাতে প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধপত্র খাচ্ছি। ডায়াবেটিস আছে তাই একটু ভয় হচ্ছে উল্লেখ করে বলেন, তারপরও আমি ভয় পাচ্ছিনা। সকলের কাছে দোয়া প্রার্থনা করে শুভাকাঙ্খিদের তাকে নিয়ে দুঃশ্চিন্তা করতে নিষেধ করেন।

সূত্র জানায়, মেহেদুল করিম ২০১৬ সালে শেরপুর থেকে কুড়িগ্রাম জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি একই পদে শেরপুরে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা ও সদালাপনের জন্য তিনি এখনও শেরপুরে প্রশংসিত। তার সময়ে শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি নামক একটি স্কুল প্রতিষ্টিত হয়। এর মাধ্যমে শিশুরা যেমন আধুনিক শিক্ষায় গড়ে ওঠছে। তেমনি বেকারত্ব ঘুচেছে অনেকের। এছাড়া তিনি জেলা পুলিশ বিভাগের বিভিন্ন স্থাপনার আধুনিকায়তন করেন এবং পুলিশ বাহিনীর কাজ গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করেন।

চাকরি করতে গিয়ে তিনি কুড়িগ্রামেও সুনাম কুড়িয়েছেন। কুড়িগ্রাম থেকে তার বদলী ঠেকাতে ২০১৯ সালের ১৭ জুন খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় সহস্রাধিক ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক ও শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।

তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবরে শেরপুরের অনেকেই আবেগ আর উৎকন্ঠা প্রকাশ করেছেন।

আপলোড হওয়া ওই ভিডিও পেইজ-এ অনেকেই উৎকন্ঠা প্রকাশ করেছেন।

এমডি জাকারিয়া ইসলাম নামে একজন কমেন্ট বক্স-এ লেখেন- করণা পজিটিভ আপনি? খবরটা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমার খুব পছন্দের মানুষ আপনি একজন ভাইয়া। আল্লাহর কাছে দোয়া করি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ইনশাল্লাহ, ভাইয়া এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবেন আপনি। আমাদের সকলের দোয়া আছে আপনার সাথে। ইনশাল্লাহ। (বক্তব্য হুবহু তুলে ধরা হলো)।

এমডি হাসান নামে একজন লেখেন, স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি শেরপুর জেলার এসপি ছিলেন। আপনার সময়ে শেরপুর পুলিশ লাইন স্কুল গড়ে উঠে। আল্লাহর কাছে দোয়া করি আপনি ও আপনার মতো যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

তথ্য মতে, মেহেদুল করিমের জন্ম ১৯৭৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম (ফার্ম) কোর্স সম্পন্ন করেন। বিসিএস-এর ২০ তম ব্যাচের এই মেধাবী ২০০১ সালে পুলিশ বিভাগে যোগদান করেন ।