বকশীগঞ্জে ধানুয়া সরকার বাড়ি কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

ধানুয়া সরকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাস দুর্যোগে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৪ এপ্রিল বিকাল তিনটায় ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া সরকার বাড়ি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ওই এলাকার ২১৫টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ৮ কেজি করে চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল ও একটি করে সাবান দেওয়া হয়।

এসব খাদ্য সামগ্রী বিতরণকালে বীরপ্রতীক মতিউর রহমান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক আবুল খায়ের আজাদ, মোস্তফা কামাল মিষ্টার, আশিকুর রহমান রানা, আব্দুল মতিন তাইফুর, আবু যাইদ অপু, আবুল আসাদ বিপ্লব, নূর ইসলাম, মোতালেব হোসেন রিপন, ওয়াহিদুর রহমান নিলু, ইলিয়াছ হোসেন ও সাজ্জাদ তাইমুর প্রমুখ উপস্থিত ছিলেন।