ইসলামপুরে আওয়ামী লীগের উদ্যোগে দরিদ্রদের মঝে ত্রাণ সামগ্রী বিতরণ

অসহায়দের ত্রাণ তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ। ১৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা ও হাড়গিলা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে নোয়ারপাড়া ইউনিয়নে ৯০০ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও একটা সাবান দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলায়মান হোসেন, সুরুজ্জামান সুরুজ, শিক্ষক রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, এই দুর্যোগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায়দের পাশে রয়েছি। দলীয় উদ্যোগে বিভিন্ন এলাকার সল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করছি। সহায়তা কার্যক্রম চলমান থাকবে।