দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে সাদেকুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪০) ১৫ এপ্রিল সকাল ১১টার দিকে বৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে নিহত হয়।
চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমতাজ উদ্দিন জানান, বোরো ধান কাটার জন্য ১৫ এপ্রিল সকালে যমুনা নদীর ওপারে চর ডাকাতিয়া এলাকায় স্বামীর সাথে গৃহস্থালি কাজ করছিলেন মনোয়ারা বেগম।ধান কাটা শেষে জ্বালানি সংগ্রহের জন্য বের হলে আকস্মিক বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।