বকশীগঞ্জে কর্মহীন ১১০০ ব্যক্তি পেলেন মেয়র নজরুল সওদাগরের ত্রাণ সামগ্রী

অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। ছবি : বাংলারচিঠিডটকম 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ হওয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খেটে খাওয়া কর্মহীন হওয়া এক হাজার ১০০ ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৭ এপ্রিল বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন ওয়ার্ডের নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

তিনি প্রায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ, কর্মহীন ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে পৌরসভার কাউন্সিলর রহিমা বেগম উপস্থিত ছিলেন।

মেয়র নজরুল ইসলাম জানান, প্রতিটি ওয়ার্ডের অভাবগ্রস্ত দের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

তিনি করোনাভাইরাস নিয়ে পৌরবাসীকে সচেতন থাকাসহ অহেতুক ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন।