দেওয়ানগঞ্জে হোটেল রেস্তোরাঁর কর্মহীন শ্রমিকদের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ

কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের পর সচেতনতামূলক বক্তব্য রাখেন ও নিজ নিজ বাড়িতে থাকার নিদের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে হোটেল, রেস্তোরাঁ, চা ব্যবসা বন্ধ থাকায় কর্মহীন শ্রমিকদের দ্বারে দ্বারে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। ৬ এপ্রিল বিকালে দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৭০ জন কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ ও সাবান।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

বিতরণের পর শ্রমিকদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও নিজ নিজ বাড়িতে থাকার নিদের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।