করোনা সচেতনতায় সুরক্ষা সামগ্রী দিলেন সংসদ সদস্য মোজাফফর

আওয়ামী লীগের নেতৃবৃন্দদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের উদ্যোগে জামালপুর পৌরসভাসহ সদরের ১৫টি ইউনিয়নে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ১০ হাজার সাবান, ১০ হাজার মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

২৪ মার্চ বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনের পক্ষে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিপাগইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক শাহীন, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা জিল্লুর রহমান, প্রভাষক মো. মাহফুজুর রহমানসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।

বিতরণ কার্যক্রমে তারা জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জামালপুর সদরবাসীকে আরও সতর্কতার সাথে থাকতে হবে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেন তারা।