মেলান্দহে করোনা আতঙ্কে দ্রব্যমূল্য বাড়ানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে নিত্যপণ্যের দাম বাড়ানোর দায়ে ৪ জন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ মার্চ বিকেলে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মেলান্দহ বাজারের ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে ৫০ হাজার, উজ্জলকে ৫০ হাজার, হাজরাবাড়ি বাজারের গোলাম মোস্তফাকে ৩০ হাজার এবং রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।