দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী শতবর্ষী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি দিনব্যাপী বিদ্যালয়টির মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীদের শপথ পাঠ ও মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠিকতা শুরু করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগমের সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, শিক্ষক মেহেরুন নেছা, জীবন কুমার পাল, অজিত ধরসহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ।

ছাত্রদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।