রৌমারীতে বিজিবি’র অভিযানে ৫ ভারতীয় মহিষ আটক

বিজিবি’র অভিযানে আটক পাঁচটি ভারতীয় মহিষ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা সীমান্ত এলাকায় পাঁচটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। ২০ জানুয়ারি সকাল আটটার দিকে অভিযান চালিয়ে মালিকবিহীন ওই মহিষগুলো আটক করেন তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি’র জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি সকাল আটটার দিকে লাঠিয়ালডাংগা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৭২/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচটি ভারতীয় মহিষ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। মহিষগুলো আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। মহিষগুলো রৌমারী কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি’র জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।