ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে মাঠ দিবস উদযাপন

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের উদ্যোগে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আধুনিক পদ্ধতিতে বেগুন চাষে কৃষকদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে ২৪ ডিসেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের দক্ষিণ বালিয়ামারী গ্রামে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উদ্যোগে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ বালিয়ামারী উৎপাদক দলের সভাপতি মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহমুদ আলী, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা মো. আজিজুল হক, বাজার সহায়ক মো. রবিউল আউয়াল, মো. আব্দুস সামাদ ও এইচ এম আল মাসুম রেজা, পুষ্টি কর্মকর্তা রেবেকা সুলতানা ও চরপুটিমারী ইউনিয়নের সকল সহায়কগণ।

আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের সফলতার উপর এই মাঠ দিবসের আয়োজন করা হয়। বালিয়ামারী গ্রামের প্রদর্শনী কৃষক মো. বাহার আলী, মো. আব্দুর রাজ্জাক, মো. ছামিউল হক ও মো. ছানোয়ার হোসেন তাদের বেগুন প্রদর্শনী প্লটে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি এই মাঠ দিবসে তুলে ধরেন।

বেগুন প্রদর্শনী প্লটে কৃষকদের সাথে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন পুষ্টি সংবেদনশীল ভেল্যু চেইনস প্রকল্পের মাধ্যমে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। প্রত্যেক প্রদর্শনী কৃষক তাদের ২০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করে গড়ে ২৫ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। প্রতিবেশী প্রায় ৮০ থেকে ৯০ জন কৃষক এই পদ্ধতিতে আগামী মৌসুমে বেগুন চাষ করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন। ১৩১ জন পুরুষ ও ৪৬ জন নারী এই মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।