সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ‘সম্মুখ সমরে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

এরপর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সরিষাবাড়ী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সরিষবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।