জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ছয়টায় জামালপুর কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে সরকার-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষদের ঢল নামে।

জামালপুর কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পুলিশ প্রশাসনের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি দুলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের নেতৃত্বে সদস্যবৃন্দ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকনের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফানের নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জামালপুর জেলা প্রশাসন।