দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বর সূর্য্যদয়ের সাথে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মহিলা আওয়ামী লীগ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জাতীয় স্মার্টকার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে শারীরিক করসত প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন সুজাত বীর প্রতীক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বদিউজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক খাইরুল ইসলাম, মাহাবুবুর রশিদ খুরম, রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ্ নেওয়াজ শাহান শাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামী লীগের নেত্রী নাজনিন আক্তার, রাশেদা আফরোজ ঋতু প্রমুখ।