বকশীগঞ্জে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী মহল প্রতিদিন দশানী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে নদী পাড়েরফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

১৫ ডিসেম্বর সকালে সাধুরপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসাদুল্লাহ চর আইরমারী গ্রামে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এ সময় তিনি একটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন। ৫০টি পাইপ ভেঙে দিয়েছেন।

এসময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সদস্য নুরু মিয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।