উন্নয়ন সংঘের উদ্যোগে চরাঞ্চলে মানবাধিকার দিবস পালিত

বকশীগঞ্জে উন্নয়ন সংঘের সহায়তায় দক্ষিণ কুশল নগরে মানবাধিকার দিবসে শোভাযাত্রা বের করে সিবিও সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

আধুনিকতার ছোঁয়া না লাগলেও নিরাপদ জীবন-জীবিকার লক্ষ্যে তারা ক্রমেই সোচ্চার হয়ে উঠছে। তারাও নেমে এসেছে পথে। দাবি আদায়ে তুলছে জাগরণের শ্লোগান। বিশ্ব মানবাধিকার দিবসে বিভিন্ন চরাঞ্চলে সরেজমিনে ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। সাংবাদিক পরিচয় জেনে তারা আবেগঘন ভাষায় আশা করেন পত্রিকায় তাদের জীবন যন্ত্রণার কথাগুলো তুলে ধরা হবে।

১০ ডিসেম্বর জামালপুর জেলার ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জের চরাঞ্চলে ঘুরে বিশ্ব মানবাধিকার দিবস পালনের বেশকিছু কার্যক্রম দেখা গেছে। স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের সহায়তায় ইসলামপুরের চরবরুলে, দেওয়ানগঞ্জে মাদারের চর গ্রামে, বকশীগঞ্জে অক্সফামের অর্থায়নে উন্নয়ন সংঘের রিকল-২০২১ প্রকল্পের সহায়তায় দক্ষিণ কুশল নগরসহ সংস্থার বিভিন্ন কর্মএলাকার মেঠোপথে বের করা করা হয় শোভাযাত্রা। আয়োজন করা হয় আলোচনা সভার। উন্নয়ন সংঘের মাঠ পর্যায়ের কর্মী ছাড়া কোনো বিশেষজ্ঞ আলোচক না থাকলেও ওইসব তৃণমূলের নারী-পুরুষরা সাদামাটা ভাষায় তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন চিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা সরকারের কাছে চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুতায়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্যোগের হাত থেকে ক্ষতির মাত্রা কমিয়ে আনতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবি জানান।

ইসলামপুরে উন্নয়ন সংঘের সহায়তায় বুরুলে মানবাধিকার দিবসে শোভাযাত্রা বের করে আত্মনির্ভরশীল দলের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম
দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সহায়তায় মাদারের চরে মানবাধিকার দিবসে শোভাযাত্রা বের করে আত্মনির্ভরশীল দলের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুরে বুরুল আত্মনির্ভরশীল দল, দেওয়াগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নেরর মাদারের চর গ্রামে, বকশীগঞ্জে শাপলা উন্নয়ন সংঘসহ বিভিন্ন গ্রামভিত্তিক সংগঠনগুলো উৎসবমুখর পরিবেশে মানবাধিকার দিবস পালন করে। এসব অনুষ্ঠানে ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলের সদস্যরা অংশ নেন। উপজেলা পর্যায়েও উন্নয়ন সংঘের সহায়তায় মানবাধিকার দিবস পালিত হয়। এছাড়া জেলা পর্যায়ে উন্নয়ন সংঘের মানবাধিকার সংরক্ষণ প্রকল্প ডিএইচআরএনএস এর উদ্যোগে জেলা প্রশাসনের সাথে যৌথ উদ্যোগে দিবসটি পালন করে।