জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী সভা

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১০ ডিসেম্বর সকালে ব্র্যাকের সহায়তায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সবুজ আহম্মেদ, পরিদর্শক শফিকুল ইসলাম, হিসাবরক্ষক সুমন মিয়া প্রমুখ ।

আলোচনা সভায় আলোচকগণ জেন্ডার বৈষম্য, যৌন হয়রানী প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানান। এসব কাজে কিশোর, কিশোরীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।