মেলান্দহে মুক্তিযুদ্ধের তাৎপর্য শীর্ষক আলোচনা

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন। ছবি : মো. মুত্তাছিম বিল্লাহ

মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় মুক্তিযুদ্ধের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক অধিনায়ক জাহাঙ্গীর আলম বাবু। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন মেলান্দহ হানাদারমুক্তকারি ও যুদ্ধকালীন কোম্পানি অধিনায়ক আব্দুল করিম মেম্বার।

ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়ক সরকার আব্দুস সালাম বকুল, সাবেক মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়ক এস. এম. আব্দুল মান্নান, ইসলামপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক এ কে এম জহিরুল হক ফুল মিয়া, প্রবীণ আওয়ামী লীগনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক রুস্তম আলী ঠিকাদার, অধ্যক্ষ আবু সাইদ সাদা চেয়ারম্যান, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, কমিউনিটি পুলিশিং এবং বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কিসমত পাশা ও শহীদ সমর থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দুলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন শামসী, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি আলমগীর আহম্মেদ শাহজাহান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আব্দুর রউফ কমিশনার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মেলান্দহ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, আজকালের খবর ও বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, নকশী বাংলা টেলিভিশনের এমডি ফজলুল করিম, সৈকত সাহিত্য সংসদের সহ-সভাপতি ও বিটিভির গীতিকার সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামাল, জেলা কৃষক লীগের সদস্য আবুল হোসেন খান, সাংস্কৃতিককর্মী আবৃত্তিকার সরকার মমিনুল ফারাজী, স্বরকলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম জাকিরুল হক মিন্টু, মেলান্দহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আল আমিন প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা ফরিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে গীতিকার আব্দুল গণি কুড়ের স্বরচিত মুক্তিযুদ্ধ এবং সাংবাদিক বিষয়ক গান পরিবেশনা করা হয়।

উল্লেখ্য, সাবেক নাংলা ইউপি চেয়ারম্যান কিসমত পাশা আব্দুল গণি কুড়ের গানে মুগ্ধ হয়ে তাকে একটি চাদর উপহার দেন।