জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ র্শীষক মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব জামালপুর জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে যক্ষ্মা নিয়ন্ত্রণ র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েঠে। ২ ডিসেম্বর দুপুরে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।

সভায় বক্তারা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। যক্ষ্মা চিহ্নিত করতে সরকার ঘোষিত সেবা কেন্দ্রগুলোতে গিয়ে চিকিৎসা নিতে আহবান জানান তারা। পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে সরকারি অর্থায়নে যক্ষ্মা চিকিৎসা হয়ে থাকে।

পরে গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানানো হয় সমাজের প্রতিটি মানুষের কাছে এই তথ্যটি পৌছানোর জন্য।