দেওয়ানগঞ্জে জেলহত্যা দিবস পালিত

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। ৩ নভেম্বর সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর সপরিবার ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম আকন্দ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজনীন বেগম, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু, যুব মহিলালীগের সভাপতি নাসরিন সুলতানা বুলি, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর সপরিবার ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজত করা হয়।