মেলান্দহে দেশি মুরগির অরগানিক উদ্যোক্তাদের নিয়ে অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়নে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে জামালপুরে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি প্রকল্পের আওতায় বাণিজ্যিক ভিত্তিক দেশি মুরগির অরগানিক উদ্যোক্তাদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর জেলা প্রাণিসম্পদ বিভাগ মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামে এ সভার আয়োজন করে।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক চিকিৎসক মো. আজিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ উপ-পরিচালক চিকিৎসক মো. আব্দুর রেজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. নরুল ইসলামসহ আরো অনেকে।

সভায় বক্তারা সরকারের এসডিজি বাস্তবায়নে নারীদের সাবলম্বি করতে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি প্রকল্পের আওতায় বাণিজ্যিক ভিত্তিক দেশি মুরগির অরগানিক উৎপাদন করতে উৎসাহ দেওয়াসহ সরকারের তরফ থেকে আর্থিক অনুদানের জন্য আশ্বাস দেন।