সরিষাবাড়ীতে সিএনজির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

জামাল উদ্দিন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজির ধাক্কায় জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২৪ অক্টোবর রাতে পৌরসভার আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর-বড়বাড়িয়া গ্রামের অনি মন্ডলের ছেলে জামাল উদ্দিন (৫০)। ২৪ অক্টোবর সন্ধ্যায় ব্যবসায়ী কাজে শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় আসেন। কাজ শেষে রাত সাড়ে আটটার দিকে বাসস্ট্যান্ড থেকে প্রধান সড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে তারাকান্দি গামী একটি সিএনজি সজোড়ে ধাক্কা দেয় ওই ব্যবসায়ী জামাল উদ্দিনকে। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।